উত্তর : না, তা ব্যবহার করা বৈধ হবে না। কেননা পিতার আগে সন্তান মারা গেলে নাতী-পুতিরা সেই সম্পদের উত্তরাধিকারী হয় না। বরং বর্তমানে ঐ সম্পদের প্রকৃত ওয়ারিছ হলেন, মৃত ব্যক্তির জীবিত দুই উত্তরাধিকারী (তথা প্রশ্নকারীর চাচা ও ফুফু)। সুতরাং ফুফুকে বঞ্চিত করে উক্ত সম্পদ ভোগ করলে তা হারাম হবে। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ-সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না’ (আল-বাক্বারা, ২/১৮৮; আন-নিসা, ৪/২৯)। তাছাড়া আল্লাহর বণ্টনে বিরোধিতা করলে তার পরিণাম হবে চিরস্থায়ী জাহান্নাম (আন-নিসা, ৪/১৪)। তবে দাদা চাইলে তার নাতীদের জন্য কিছু অংশ দান করে যেতে পারতেন (আল-বাক্বারা, ২/১৮০)। বিবরণ অনুযায়ী যেহেতু তিনি কোনো কিছু দান করে যাননি, তাই তারা কোনো সম্পদ পাবে না। তবে চাচা ও ফুফুরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার স্বার্থে ইচ্ছা হলে তাদেরকে কিছু সম্পদ দান করতে পারে।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।