কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬): আমাকে বিশ্ববিদ্যালয়ের কাজে Word file, adobe এর বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করতে হয়। এগুলোর বাজার দর ২০০-৩০০ ডলার। কেনার সামর্থ্য আমার নেই। তাই আমি Crack File (পাইরেটেড সংস্করণ) ব্যবহার করি। এতে শরীআতের দৃষ্টিতে কোনো সমস্যা আছে কি?

উত্তর: সফটওয়্যার পাইরেসি বলতে কপিরাইটযুক্ত সফটওয়্যারটির প্রস্তুতকারীর বিনা অনুমতিতে কোনো সফটওয়্যার কপি করা, বিতরণ করা, আংশিক পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেওয়া ইত্যাদি কার্যক্রমকে বুঝায়। অন্যের জিনিস চুরি করার ন্যায় সফটওয়্যার পাইরেসি করাও একটি অপরাধ। এতে করে নির্মাতা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়। সুতরাং নির্মাতা প্রতিষ্ঠানের অনুমতি ব্যতীত পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা যাবে না। উবাদা ইবনু ছামিত রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে, ‘ক্ষতি করাও যাবে না, ক্ষতি সহ্যও করা যাবে না’ (ইবনু মাজাহ, হা/২৩৪০)। ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কেউ যেন কোনো ব্যক্তির পশুর দুধ তার অনুমতি ব্যতীত দোহন না করে। তোমাদের কেউ কি এটা পছন্দ করবে যে, তার কুটিরে কিছু সঞ্চিত হোক, তারপর অন্য কেউ তার ভাণ্ডার ভেঙ্গে খাদ্য সামগ্ৰী বের করে নিয়ে যাক? এমনিভাবে পশুদের স্তন তাদের ধনাগার স্বরূপ, তাতে তারা তাদের খাদ্য সামগ্ৰী সঞ্চয় করে। অতঃপর কেউ যেন কারো পশুর দুগ্ধ মালিকের বিনা অনুমতিতে দোহন না করে’ (ছহীহ বুখারী, হা/২৪৩৫; ছহীহ মুসলিম, হা/১৭২৬)।

প্রশ্নকারী : মো. জাকির

ঢাকা।


Magazine