উত্তর: সহবাসের কতক্ষণ পর গোসল করতে হবে, তার কোনো সময়সীমা নির্ধারিত নেই। তবে যত দ্রুত সম্ভব ফরয গোসল করে নেওয়া উচিত। ছালাতের ওয়াক্ত হয়ে গেলে তৎক্ষণাৎ গোসল করতে হবে। সহবাসের পর ঘুমাতে চাইলে ওযূ করতে হবে (তিরমিযী, হা/১১৮)। জানাবাতের গোসলের ব্যাপারে মায়মূনা রাযিয়াল্লাহু আনহা বলেন, আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য গোসলের পানি ঢেলে রাখলাম। তিনি তাঁর ডান হাত দিয়ে বাম হাতে পানি ঢাললেন এবং উভয় হাত ধুলেন। অতঃপর তাঁর লজ্জাস্থান ধৌত করলেন এবং মাটিতে তাঁর হাত ঘষলেন। পরে তা ধুয়ে কুলি করলেন, নাকে পানি দিলেন, তারপর তাঁর চেহারা ধৌত করলেন এবং মাথার উপর পানি ঢাললেন। পরে ঐ স্থান হতে সরে গিয়ে দুই পা ধৌত করলেন। অবশেষে তাঁকে একটি রুমাল দেওয়া হলো, কিন্তু তিনি তা দিয়ে শরীর মুছলেন না (ছহীহ বুখারী, হা/২৫৯)।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক