কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪) : মুখে দাঁড়ি গজানোর জন্য কোন মেডিসিন, মলম বা ক্রীম ব্যবহার যাবে কি?

উত্তর : বয়ঃপ্রাপ্ত হওয়ার পরেও যদি কারো মুখে দাঁড়ি না গজায় বা কিছু জায়গায় উঠে আর কিছু জায়গায় না উঠে এবং তা কোন রোগের কারণে বা হরমোনের সমস্যার কারণে হয়ে থাকে তাহলে দাঁড়ি গজানোর জন্য মলম বা মেডিসিন ব্যবহারে শরী‘আতে কোন বাধা নেই (মাজমুঊ‘ ফাতাওয়া ইবনে উছায়মীন, ১৫/১৭ পৃঃ)। তবে দাঁড়ি ঘন করা বা গালভর্তি দাঁড়ি গজানোর উদ্দেশ্যে দাঁড়ি চাছা বা শেভ করা যাবে না। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোফ খাটো করার ও দাঁড়ি ছেড়ে দেয়ার আদেশ করেছেন (ছহীহ মুসলিম, হা/৬২৭)। আর দাঁড়ি ছাঁটা, দাঁড়ি গজানো বা দাঁড়ি ঘন হওয়ার কোন চিকিৎসা যদি মেডিকেল সাইন্সে না থাকে এবং এটা প্রমাণিত হয় যে, দাঁড়ি না গজানো বা ঘন না হওয়া কোন রোগের কারণে নয়। তাহলে যেভাবে যতটুকু দাঁড়ি গজাবে সেভাবে রেখে দেওয়াই সুন্নাহ (ছহীহ বুখারী, হা/৫৪৪৩)।

প্রশ্নকারী : আরীফুল ইসলাম

মোহনগঞ্জ, নেত্রকোনা।

Magazine