কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২০): আমার দাঁড়াতে কষ্ট হলেও আমি দাঁড়িয়ে ছালাত আদায় করতে পারব। কিন্তু শারীরিকভাবে অসুস্থতার আশঙ্কা করে চিকিৎসক দাঁড়িয়ে ছালাত আদায় করতে নিষেধ করেছেন। এমতাবস্থায় আমার করণীয় কী?

উত্তর: ফরয ছালাত দাঁড়িয়ে আদায় করা আবশ্যক। কেউ সক্ষমতা থাকার পরেও দাঁড়িয়ে ছালাত আদায় না করলে তার ছালাত বাতিল বলে গণ্য হবে। আল্লাহ বলেন, ‘তোমরা মহান আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াও’ (আল-বাকারা, ২/২৩৮)। ইমরান বিন হুছাইন রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ছালাত সম্পর্কে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, ‘দাঁড়িয়ে ছালাত আদায় করো। যদি দাঁড়াতে না পার তাহলে বসে ছালাত আদায় করো’ (ছহীহ বুখারী, হা/১১১৭)। তবে কোনো মুসলিম বিশ্বস্ত চিকিৎসক যদি স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা করে বসে ছালাত আদায় করতে বলেন, তাহলে বসে ছালাত আদায় করাতে কোনো বাধা নেই (শারহুল মুমতে, ৪/৪৬১)।

প্রশ্নকারী :মতিউর রহমান

নওগাঁ।

Magazine