উত্তর : প্রথমত যতটা সম্ভব কুরআনের সেই পৃষ্ঠাগুলো ঠিক করে সেগুলো থেকে উপকৃত হওয়ার চেষ্টা করতে হবে। যদি সেটি করা সম্ভব না হয়, সেগুলোকে ভালোভাবে পুড়িয়ে ফেলবে। কেননা উছমান রযিয়াল্লাহু আনহু হাফসা রযিয়াল্লাহু আনহা-এর নিকটে সংরক্ষিত কুরআনের কপি এনে আরো কয়েকটি কপি তৈরি করালেন। তারপর সেগুলোকে বিভিন্ন স্থানে পাঠালেন। আর আলাদা আলাদা বা একত্রিত কুরআনের যে কপিসমূহ রয়েছে তা জ্বালিয়ে দেয়ার নির্দেশ দিলেন (ছহীহ বুখারী, হা/৪৯৮৭)।
প্রশ্নকারী : মো. আহসানুল্লাহ
মহাদেবপুর, নওগাঁ।