উত্তর: হ্যাঁ,
জিনদেরও সংসার জীবন ও হায়াত-মওত রয়েছে। মহান আল্লাহ বলেন, ‘আমরা জিন ও
ইনসানকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য’ (যারিয়াত, ৫১/৫৬)। তিনি
আরো বলেন, ‘আমি প্রজ্বলিত অগ্নিশিখা থেকে জিন সৃষ্টি করেছি’ (সূরা হুজুরাত,
১৫/২৭)। এ আয়াত থেকে বুঝা গেল জিনদের অস্তিত্ব বা জীবন রয়েছে। তাদের
মধ্যেও আমাদের মতো নারী ও পুরুষ রয়েছে। আনাস c থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ a যখন সৌচাগারে প্রবেশ করার ইচ্ছা করতেন তখন তিনি এ দুআ পাঠ
করতেন, হে আল্লাহ! আমি আপনার নিকট নারী ও পুরুষ বদ জিন থেকে আশ্রয় গ্রহণ
করছি’ (ছহীহ বুখারী, হ/৬৩২২; ছহীহ মুসলিম, হা/৩৭৫)। এ হাদীছ থেকে বুঝা যায়
জিনেরা নারী ও পুরুষ এ দুই শ্রেণির হয়ে থাকে। মহান আল্লাহ বলেন, ‘সেখানে
তাদের জন্য থাকবে অবনত নয়না হুর যাদের সাথে ইতোপূর্বে না কোনো মানুষ সঙ্গম
করেছে না কোনো জিন’ (সূরা আর-রাহমান, ৫৫/৫৬)। এ আয়াত থেকে প্রমাণিত হয় যে,
জিনেরাও সহবাস করে। যখন সহবাস করা বিষয়টি স্পষ্ট, তখন তাদের সংসার ও বংশ
বৃদ্ধির কথা বলার অপেক্ষা রাখে না। মানুষের মতো তাদের মৃত্যু হয়ে থাকে;
শুধু জিন ও ইনসান নয়; রবং সকল প্রাণিকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।
মহান আল্লাহ বলেন, প্রতিটি প্রাণি মৃত্যুর স্বাদ আস্বাদন করবে... (আলে
ইমরান, ৩/১৮৫)।
প্রশ্নকারী : আনোয়ার হোসেন জসিম
পূর্বধলা, নেত্রকোণা।