উত্তর: জী, আপনি যেমনটি মনে করতেন সেটিই ঠিক রয়েছে। কারণ সাহরির সময় কুরআন-হাদীছে বিশেষ কোন দুআ বর্ণিত হয়নি। তবে কেউ যদি রাতের তৃতীয়াংশে সাহরি খায় এবং সেই সময়টিকে সাহরির সময় না ধরে দুআ কবুলের সময় হিসাবে দুআ করে তাহলে তা করতে পারে। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রত্যেক রাতের শেষ তৃতীয়ংশে দুনিয়ার আকাশে অবতরণ করে বলতে থাকেন, যে আমার কাছে দুআ করবে আমি তার দুআ কবুল করবো, যে আমার কাছে চাইবে আমি তাকে তা প্রদান করবো, যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিবো (ছহীহ বুখারী, হা/১০৫৪)।
প্রশ্নকারী : হাফসা
চাঁদপুর, টাংগাইল।
 
                             
                        
 
        
    