কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫) : জনৈক আলেম বলেন, আরাফার দিন ছিয়াম রাখলে ১০০০০দিন ছিয়ামের সমান নেকী পাওয়া যাবে। উক্ত বক্তব্য কি সঠিক?

উত্তরউক্ত বর্ণনাটি যঈফ (যঈফ আত-তারগীব ওয়াত-তারহীব, হা/৭৩৬)। তবে ছহীহ মুসলিমে বর্ণিত হয়েছে যে, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আরাফাহ দিবসের ছিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি আল্লাহর কাছে আশাবাদী যে, তাতে পূর্ববর্তী বছর ও পরবর্তী বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে (ছহীহ মুসলিম, হা/১১৬২)। এই বর্ণনাটি ছহীহ।

প্রশ্নকারী : মোঃ কেরামত আলী

চট্টগ্রাম।


Magazine