কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৭): জনৈক আহলেহাদীছ বক্তা বলেছেন যে, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাড়ি সাদা রাখা যাবে না, মেহেদী দিয়ে রং করতে হবে। সাদা দাড়ি নাকি এটা ইয়াহূদীদের বৈশিষ্ট্য। এটি কতটুকু সত্য?

উত্তর: সাদা দাড়িকে মেহেদী বা অন্য রং দিয়ে পরিবর্তন করে দেওয়া সুন্নাত। কিন্তু কালো রং করা হারাম। জাবের ইবনু আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মক্কা বিজয়ের দিন আবূ বকর ছিদ্দীক রাযিয়াল্লাহু আনহু-এর পিতা আবূ কুহাফাকে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সম্মুখে উপস্থিত করা হলো। সে সময় তাঁর মাথার চুল ও দাড়ি সুগামার (কাশফুলের) মতো একেবারে সাদা ছিল। তখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘কোনো কিছুর দ্বারা তার চুল দাড়ির শুভ্রতাকে পরিবর্তন করে দাও। তবে কালো রং থেকে বিরত থাকবে’ (ছহীহ মুসলিম, হা/২১০২; আবূ দাঊদ, হা/৪২০৪)। আর সাদা চুলে খিযাব না করা ইয়াহূদী, নাছারার বৈশিষ্ট্য। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ইয়াহূদী ও নাছারা (দাড়ি-চুলে) রং লাগায় না। অতএব, তোমরা তাদের বিপরীত কাজ করো’ (ছহীহ বুখারী, হা/৩৪৬২, ৫৮৯৯)।

প্রশ্নকারী :শাহরিয়ার নাফিজ

কুমিল্লা।


Magazine