উত্তর : ছাত্র-ছাত্রীদের উপদেশ ও পথনির্দেশনা দেওয়া এবং মন্দ কর্ম হতে সতর্ক করার জন্য বিদায় অনুষ্ঠান করাতে কোন বাধা নেই। তবে অনুষ্ঠানটি কুরআন-সুন্নাহ ভিত্তিক হতে হবে এবং শরীয়ত বহির্ভূত সকল কাজ হতে মুক্ত থাকতে হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সৈন্যদল অথবা কোন মেহমানকে বিদায় দানকালে উপদেশ দিতেন এবং তাদের জন্য দু‘আ করতেন (তিরমিযী, হা/৩৪৪৪; আবূ দাঊদ, হা/২৬০১; মিশকাত, হা/২৪৩৫-৩৭)। পক্ষান্তরে এসব অনুষ্ঠানে যদি নাচ-গান, ছাত্র-ছাত্রীদের মালাপ্রদান, ছবি তোলাসহ আরো বিভিন্ন প্রকার শরীয়ত বিরোধী কার্যকলাপ হয়ে থাকে, তাহলে তাতে যোগদান করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ‘নেককাজ ও তাকওয়ায় তোমরা পরস্পর সাহায্য করবে এবং পাপ ও সীমালংঘনে একে অন্যের সাহায্য করবে না’ (আল-মায়েদা, ৫/২)।
প্রশ্নকারী  :  সালমা, ঢাকা।
 
                             
                        
 
        
    