কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫০) : ব্যভিচার বৃদ্ধি পেলে দরিদ্রতাও অনেক বেড়ে যায়। এই বক্তব্য কি সঠিক?

উত্তর : পাপের কারণে জলে ও স্থলে বিপর্যয় সৃষ্টি হয় (আর রূম, ৩০/৪১), বরকত উঠে যায়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো সম্প্রদায়ের মাঝে ব্যভিচার ও সূদ প্রকাশ পেলে তারা নিজেদের ওপরে আল্লাহর আযাবকে অবধারিত করে নেয়’ (ছহীহুত তারগীব ওয়াত তারহীব, হা/২৪০২)। কিন্তু ব্যভিচার বৃদ্ধি পেলে দরিদ্রতা বৃদ্ধি পায় মর্মে যেই বর্ণনাগুলো আছে সেগুলো ছহীহ নয় (সিলসিলা যঈফা, হা/১৪০-১৪৩)।

প্রশ্নকারী : আনিসুর রহমাস

কুষ্টিয়া।

Magazine