উত্তর: শাড়ি পরে ছালাত আদায় করলে ছালাত হবে (ছহীহ বুখারী, হা/৩৬১; ছহীহ মুসলিম, হা/৩০১০)। উল্লেখ্য, শাড়ি পরার মাধ্যমে যমিন থেকে পর্দা করা যায় না বা যমিনের সাথে লজ্জাস্থানের সম্পর্ক তৈরি হয়, এসব ভিত্তিহীন অশ্লীল কথা, যার সাথে শরীআতের কোনো সম্পর্ক নেই।
প্রশ্নকারী: সাদ্দাম
কুমিল্লা।