কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১) : যারা শুধু রামাযান মাসে ছালাত আদায় করে ও ছিয়াম পালন করে তাদের ইবাদত কবুল হবে কি?

উত্তর : এমন মানুষের ইবাদাত কবুল হবে না। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘অনেক ছিয়াম পালনকারী এমন আছে যারা তাদের ছিয়ামের বিনিময়ে ‘ক্ষুধার্ত থাকা ছাড়া’ আর কোন ফল লাভ করতে পারে না। এমন অনেক ক্বিয়ামরত (দন্ডায়মান) ব্যক্তি আছে যাদের রাতের ‘ইবাদাত নিশি জাগরণ ছাড়া আর কোন ফল আনতে পারে না (মুসনাদ আহমাদ, হা/৯৬৮৩; মিশকাত, হা/২০১৪)। সাথে সাথে রাসূল বলেছেন, ‘যারা ইচ্ছাকৃতভাবে ছালাত আদায় করে না তারা কাফের’।


Magazine