উত্তর : মাসবূক ইমামের অনুসরণ করবে। সালাম ফিরানোর আগ পর্যন্ত ইমাম যা করবে মাসবূককে তাই করতে হবে অর্থাৎ তাশাহহুদসহ অন্যান্য দু‘আ পড়তে থাকবে। পরে ইমাম সালাম ফিরালে মাসবূক দাড়িয়ে ছুটে যাওয়া এক রাকআত পড়ে তাশাহহুদসহ অন্যান্য দু‘আ পড়ে সালাম ফিরাবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ ‘ইমামকে নিযুক্ত করা হয়েছে তার অনুসরণ করার জন্য’ (ছহীহ বুখারী, হা/৬৮৯, ছহীহ মুসলিম, হা/৪১৪)।
প্রশ্নকারী : হুমায়ুন আহমেদ
পশ্চিম রামনগর সদর, দিনাজপুর।