কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩) : জুমআর আযানের সময় সুন্নাত পড়া যাবে কি?

উত্তর : আযান চলাকালীন সুন্নাত না পড়ে বরং আযানের জওয়াব দেওয়া ও আযান শেষের দু‘আ পড়া উত্তম। আযানের জওয়াব ও দু‘আ শেষে সুন্নাত পড়বে। কারণ এ ইবাদত চলন্ত অবস্থায় রয়েছে যার উত্তর দেওয়ার জন্য রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন এবং তার অনেক ফযীলতও রয়েছে। আবদুল্লাহ ইবনু আমর ইবনে আছ রযিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন তোমরা মুয়াযযিনকে আযান দিতে শুনবে, তখন তার জওয়াবে বলো মুয়াযযিন যা বলে। অতঃপর আমার উপর দরূদ পড়ো। কেননা যে আমার উপর একবার দরূদ পড়ে, আল্লাহ তার উপর দশবার রহমত বর্ষণ করেন। তারপর আমার জন্য আল্লাহর নিকট ‘অসীলা’ চাও। আর তা হচ্ছে জান্নাতের একটি উচ্চ মর্যাদাসম্পন্ন স্থান, যা আল্লাহর বান্দাদের মধ্যে মাত্র একজন বান্দার জন্য উপযোগী। আমি আশা করি আমিই সেই বান্দা। যে ব্যক্তি আমার জন্য ‘অসীলা’ চাইবে তার জন্য আমার শাফাআত যরূরী হয়ে যাবে (ছহীহ মুসলিম, হা/৩৮৪; মিশকাত, হা/৬৫৭; ফাতাওয়া উছায়মীন, ১২/১৯৩)। অতঃপর আযানের দু‘আ পড়ার পর তাহিয়্যাতুল মসজিদ ছালাত আদায় করে বসবে (ছহীহ বুখারী, হা/৪৪৪; ছহীহ মুসলিম, হা/৭১৪; মিশকাত, হা/৭০৪; ফাতাওয়া উছায়মীন, ১২/১৯৩)।

প্রশ্নকারী : আনিসুরা খাতুন

মুর্শিদাবাদ, ভারত।


Magazine