উত্তর : ছালাতে একই সূরা বা একই আয়াত বার বার পড়া যায়। আবু যার গিফারী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ছালাতে দাঁড়ালেন এবং একটি মাত্র আয়াত পড়তে পড়তে ভোর করে ফেললেন। আয়াতটি হল,
إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ
অর্থ : ‘(হে আল্লাহ!) যদি আপনি তাদের শাস্তি দেন। তারা আপনার দাস। আর যদি আপনি তাদের ক্ষমা করেন। নিশ্চয় আপনি পরাক্রমশালী প্রজ্ঞাবান’ (মায়েদাহ ১৮; নাসাঈ হা/১০১০; ইবনু মাজাহ হা/১৩৫০; মিশকাত, হা/১১০৫)।
-আক্বীমুল ইসলাম
জোতপাড়া, ঠাকুরগাঁও।