কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬) : (রাসূল (ছা.) বলেছেন) ‘আল্লাহ সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন’। উক্ত দাবী কি সঠিক?

উত্তর: সমাজে প্রচলিত উক্ত কথার পক্ষে কোন জাল বর্ণনাও নেই। শুধু মানুষের মুখে মুখেই প্রচলিত। তাই প্রখ্যাত হানাফী বিদ্বান আব্দুল হাই লাক্ষ্নৌভী বর্ণনাটিকে জাল হাদীছের গ্রন্থে উল্লেখ করে বলেন, لَمْ يَثْبُتْ بِهَذَا الْمَبْنَى ‘উক্ত শব্দে কোন হাদীছ প্রমাণিত হয়নি’ (আল-আছারুল মারফ‘আহ ফিল আখবারিল মাওযূ‘আহ, পৃ. ৪৩)। বরং আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি (আল-কাহফ, ১১০; আর-রূম, ২০; ছহীহ মুসলিম, হা/২৯৯৬)।

প্রশ্নকারী : আয়েশা সিদ্দিকা

নাটোর।

 

Magazine