কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬) : ‘কবরের পাশে দাঁড়িয়ে সূরা মুলক পাঠ করলে ৪০ দিনের কবরের আযাব মাফ হয়’ একথা কি সঠিক?

উত্তর : উক্ত বক্তব্য ভিত্তিহীন। তবে সূরা মূলক সুপারিশ করবে মর্মে হাদীছটি ছহীহ। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কুরআনের মধ্যে ত্রিশ আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যেটি কারো পক্ষে সুপারিশ করলে তাকে মাফ করে দেয়া হয়। এ সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক’ (তিরমিযী, হা/২৮৯১)।

প্রশ্নকারী : মীজানুর রহমান

টাঙ্গাইল।

Magazine