কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮) : আমার স্ত্রীর সাথে ফোনে কথা বলার এক পর্যায়ে ঝগড়া শুরু হয়। তখন রাগের মাথায় তাকে তিন তালাক বলে ফেলি। যখন স্বাভাবিক হই তখন বুঝতে পারি চরম অন্যায় করেছি। এখন কি আমরা দু’জনে এক সাথে সংসার করতে পারব, না-কি তালাক হয়ে গেছে?

উত্তর : রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম খলীফা আবূ বকর রযিয়াল্লাহু আনহু এবং দ্বিতীয় খলীফা উমার রযিয়াল্লাহু আনহু-এর শাসনামলের প্রথম দুই বছর পর্যন্ত এক বৈঠকে তিন তালাক দেওয়া হলে তা এক তালাক বলেই গণ্য হতো। পরবর্তীতে মানুষ আল্লাহর বিধানের প্রশস্ততাকে গ্রহণ না করে স্ত্রীকে বিদায় করে দেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া শুরু করলে শাস্তি স্বরূপ উমার রযিয়াল্লাহু আনহু সেটাকে তিন তালাক হিসাবে কার্যকর করে দেন (ছহীহ মুসলিম, হা/৩৫৬৫)। এর মাধ্যমে তিনি পারিবারিক বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন। আল্লাহ ও তাঁর রাসূলের বিধানকে পরিবর্তন করা তার উদ্দেশ্য ছিল না। তাই প্রশ্নোল্লিখিত ক্ষেত্রে এক তালাক কার্যকর হয়েছে। এমতাবস্থায় পবিত্রতা বা ৯০ দিনের মধ্যে হলে উক্ত স্ত্রীকে নিয়ে সংসার করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। 

 প্রশ্নকারী : রফিকুল ইসলাম রফিক

ঢাকা বিশ্ববিদ্যালয়।

Magazine