কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫): জুমআর খুৎবার সময় ইমাম যা বলছেন তা যাচাইয়ের উদ্দেশ্যে মোবাইল বা বই-খাতা দেখা কি জায়েয?

উত্তর: জুমআর খুৎবা মনোযোগ দিয়ে শোনা ফরয। খুৎবার সময় অন্য কিছু নিয়ে ব্যস্ত হওয়া নিষিদ্ধ। এমনকি কাউকে ‘চুপ করো’ বলাও নিষিদ্ধ। তাই খুৎবার সময় কুরআন-হাদীছ মিলানোর জন্য মোবাইল বা বই দেখা জায়েয নয়; বরং এটা খুৎবা শোনার ফরয হুকুমের বিরোধী। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘জুমআর দিন খত্বীব যখন খুৎবা দিচ্ছেন, তখন তুমি যদি তোমার সঙ্গীকে বলো চুপ করো, তবে তুমিও অনর্থক কাজে লিপ্ত হলে’ (ছহীহ বুখারী, হা/৯৩৪; ছহীহ মুসলিম, হা/৮৫১)। অত্র হাদীছে শুধু ‘চুপ করো’ বলা যা নেক কাজ হলেও এতটুকুই লঘু (অর্থহীন) কাজ হিসেবে গণ্য হয়েছে। তাহলে মোবাইল দেখা, বই খোলা বা নোট নেওয়া তো আরো বেশি ব্যাঘাত সৃষ্টি করে। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে খুৎবার সময় কঙ্কর নাড়াচাড়া করল, সে অনর্থক কাজে লিপ্ত হলো’ (ছহীহ মুসলিম, হা/৮৫৭)। এখানে ছোট্ট একটি অঙ্গভঙ্গিও অনর্থক কাজ হিসেবে ধরা হয়েছে। মোবাইল চালানো বা বই দেখা তো আরো বড় ব্যস্ততা। সুতরাং এ কর্মগুলো তো আরো নিষিদ্ধ।

প্রশ্নকারী : মো. শহিদুল ইসলাম

 চারঘাট, রাজশাহী।


Magazine