কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৭): কারো প্রতি জিন ভর করলে কবিরাজের নিকট নিয়ে গেলে ঐ ব্যক্তির গলাতে তাবীয ঝুলিয়ে দেয়। প্রশ্ন হলো, এমন অবস্থাতে তাবীয ব্যবহার করা যাবে কি?

উত্তর: কোনো অবস্থাতেই তাবীয ব্যবহার করা যাবে না। কারণ এটা শিরক। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি তাবীয ঝুলালো, সে শিরক করল’ (মুসনাদে আহমাদ, হা/১৭৪৪০)। বরং এক্ষেত্রে কুরআন ও হাদীছে নির্দেশিত দু‘আ দ্বারা ঝাড়ফুঁক করবে। আউফ ইবনু মালিক আশজাঈ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা জাহেলী যুগে (বিভিন্ন) মন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করতাম। এজন্য আমরা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আবেদন করলাম, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! এক্ষেত্রে আপনার মতামত কী? তিনি বললেন, ‘তোমাদের মন্ত্রগুলো আমার নিকট উপস্থাপন করো, ঝাড়ফুঁকে কোনো দোষ নেই, যদি তাতে কোনো শিরক (জাতীয় কথা) না থাকে’ (ছহীহ মুসলিম, হা/২২০০)।

প্রশ্নকারী :মিজানুর রহমান

ঢাকা।


Magazine