উত্তর: যাত্রাকে যদি সফর মনে করা হয়, তাহলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে যেখানেই ছালাতের সময় হবে সেখানেই কছর করা যাবে। কেননা কছরের জন্য নির্ধারিত দূরত্বের পরিমাণ নির্ধারিত নেই। বরং একাধিক হাদীছের দিকে লক্ষ্য করলে বুঝা যায়, যখন মানুষের যাত্রাকে সফর বলে গণ্য করা হবে, তখন বাড়ি থেকে বের হয়ে যেখানেই ছালাতের সময় হবে সেখানেই কছর করবে। আনাস ইবনু মালিক রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় যোহরের ছালাত চার রাকআত আদায় করেন এবং যুল-হুলায়ফায় পৌঁছে আছরের ছালাত দুই রাকআত আদায় করেন (ছহীহ বুখারী, হা/১৫৪৭)। যুল-হুলায়ফা মদীনা থেকে মক্কার পথে প্রায় ৯ কি.মি. দূরে অবস্থিত। তাই এমতাবস্থায় যেখানে ছালাত আদায় করবে, সেখানে কছর ছালাত আদায় করতে পারে।
প্রশ্নকারী : আনেসুর রহমান
ইটাসরান নবগ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।