উত্তর : না, ইসলামে বিবাহের জন্য কোনো বয়স নির্ধারণ করা হয়নি। বরং সন্তান বালেগ হলেই বিবাহের উপযুক্ত হয়ে যায়। আনাস রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি দু’টো কন্যাকে তাদের বয়ঃপ্রাপ্ত হওয়া পর্যন্ত লালন-পালন করবে, সে ব্যক্তি ও আমি ক্বিয়ামতের দিন এভাবে একসাথে থাকব; একথা বলে তিনি তার নিজের আঙ্গুলগুলো একত্রিত করলেন’ ছহীহ মুসলিম, হা/২৬৩১; তিরমিযী, হা/১৯১৪; ছহীহ আত-তারগীব ওয়াত-তারহীব, হা/১৯৭০; ছহীহ আল-আদাবুল মুফরাদ, হা/৬৯০; মিশকাত, হা/৪৯৫০)। তবে অভিভাবক তার সুবিধা অনুযায়ী ছেলে-মেয়ের বিবাহ দিতে পারে। তাছাড়া নাবালেগ অবস্থাতেও বিবাহ জায়েয। যেমন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রযিয়াল্লাহু আনহা-কে যখন বিবাহ করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র ৬/৭ বছর। আয়েশা রযিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ৬/৭ বছর বয়সে বিবাহ করেছিলেন এবং ৯ বছর বয়সে সংসার শুরু করেছিলেন (ছহীহ বুখারী, হা/৫১৩৪; ছহীহ আবূ দাঊদ, হা/৪৯৩৩)।
প্রশ্নকারী : হারুন
নীলফামারী সদর।