উত্তর: ঈদের ছালাতের আগে ইমামসহ যেকোনো ব্যক্তির বক্তব্য বা খুৎবা দেওয়া বিদআত। সর্বপ্রথম মারওয়ান ঈদের ছালাতের আগে খুৎবার প্রবর্তন করে, আবূ সাঈদ রাযিয়াল্লাহু আনহু যার কঠোর বিরোধিতা করেন (ছহীহ মুসলিম, হা/৮৮৯)। আর ঈদের ছালাতের পরে ইমাম ছাহেব মুক্তাদীর দিকে ফিরে খুৎবা বা বক্তব্য দিবে, এটাই সুন্নাত। এমতাবস্থায় ইমাম ছাড়া অন্য কোনো ব্যক্তির খুৎবা বা বক্তব্যে অংশগ্রহণ করা শরীআতসম্মত নয়। কেননা ছালাতের পরে যেকোনো ব্যক্তির কথা বলা প্রমাণিত নয়। আবূ সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিনে ঈদগাহের দিকে বের হতেন এবং সেখানে প্রথমে যা করতেন তা হলো ছালাত। অতঃপর জনতার দিকে মুখ করে দাঁড়াতেন আর জনতা তখন নিজেদের কাতারে বসা থাকত। তিনি তাদেরকে উপদেশ দিতেন, নছীহত করতেন এবং নির্দেশ দিতেন। আর যদি কোথাও সৈন্য প্রেরণের ইচ্ছা করতেন তাদেরকে বাছাই করতেন অথবা যদি কাউকে কোনো নির্দেশ দেওয়ার থাকত, নির্দেশ দিতেন। অতঃপর বাড়ি ফিরে যেতেন (ছহীহ বুখারী, হা/৯৫৬; ছহীহ মুসলিম, হা/৮৯৪)।
প্রশ্নকারী : মাহফুজুর রহমান
রাজশাহী।