কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮) : সুন্নাত ছালাত আদায় না করলে কি পাপ হবে?

উত্তর : সুন্নাত ছালাতগুলোর গুরুত্ব ও ফযিলত অনেক বেশী। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রী উম্মে হাবীবা রাযিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, ‘যে মুসলিম বান্দা আল্লাহর জন্য দিনে ১২ রাক‘আত নফল ছালাত আদায় করবে (ফরয নয়) তার জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর নির্মান করবেন’। উম্মে হাবীবা ম বলেন, এই হাদীছ শোনার পর থেকে সর্বদা আমি এই ছালাত পড়তাম (ছহীহ মুসলিম, হা/৭২৮)। ইবনু মাজাহ’র বর্ণনায় আছে, তা হল, যোহরের পূর্বে চার রাক‘আত ও পরে দুই রাক‘আত, মাগরিবের পরে দুই রাক‘আত, এশার পরে দুই রাক‘আত এবং ফজরের পূর্বে দুই রাক‘আত (ইবনু মাজাহ, হা/১১৪০, ছহীহ)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ক্বিয়ামতের দিন বান্দার ফরজ ছালাতে ঘাটতি থাকলে তা এই সুন্নাত দ্বারা পূরণ করা হবে (আবূ দাঊদ, হা/৮৬৪; তিরমিযী, হা/৪১৩; মিশকাত, হা/১৩৩০)। সুতরাং সুন্নাত ছালাতগুলোর প্রতি যত্নবান হওয়া যরুরী। তবে কোনো কারণে তা আদায় করতে না পারলে গুনাহ হবে না।

প্রশ্নকারী : মুমিন

দিনাজপুর।


Magazine