কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৭) : হায়েয শেষ হওয়ার পর ছালাতের ওয়াক্ত রয়েছে। কিন্তু পবিত্রতা সম্পন্ন হওয়ার পূর্বে যদি ওয়াক্ত চলে যায়, তাহলে ঐ ছালাত কি ক্বাযা করতে হবে? যদি করতে হয় তাহলে নিয়ম কী?

উত্তর : হায়েযগ্রস্ত নারীদের জন্য হায়েয চলাকালীন সময়ে ছালাতের বিধান নেই (ছহীহ বুখারী, হা/৩০৪; মিশকাত, হা/১৯)। আর ছালাতের জন্য পবিত্রতা শর্ত। কেননা পবিত্রতা ছাড়া ছালাত বৈধ নয়। মহান আল্লাহ বলেন, وَإِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوا ‘আর তোমরা যদি অপবিত্র হয়ে যাও, তাহলে পবিত্রতা অর্জন করো’ (আল-মায়েদা, ৫/৬)। সুতরাং সম্ভবপর পবিত্রতা অর্জন করে ওয়াক্তের মধ্যে ছালাত আদায় করার চেষ্টা করবে অন্যথায় সেই ওয়াক্তের ছালাত ক্বাযা আদায় করবে। গোসল করা সম্ভব না হলে তায়াম্মুম করবে।

প্রশ্নকারী : আবূ সাঈদ

বাসাইল, টাঙ্গাইল।

Magazine