কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০): একজন নারী কি কেবিন ক্রু বা বিমানবালা হিসেবে চাকরি করতে পারবে?

উত্তর: একজন নারী বিমানবালা হিসেবে চাকরি করতে পারবে না। কারণ- ১. পুরুষ যাত্রী ও সহকর্মীদের সাথে মেলামেশা করতে হয়, যা ইসলামে হারাম (আল-আহযাব, ৩৩/৩৩)। ২. তাদের নির্দিষ্ট ড্রেস কোড আছে, যা সাধারণত টাইটফিট বা অর্ধ-উন্মুক্ত হয়ে থাকে, যাতে শালীনতা বজায় থাকে না। ৩. ফিতনার আশঙ্কা বা নিরাপত্তাহীনতা থাকে। ৪. মাহরাম ছাড়াই একাকী সফর করতে হয়। ৫. অনেক সময় মদ বা হারাম খাবার পরিবেশন করতে হতে পারে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘নারী হলো আবরণীয় বস্তু। যখন সে বাহিরে বের হয়, শয়তান তাকে সুশোভিত করে তোলে’ (তিরমিযী, হা/১১৭৩)।

প্রশ্নকারী : আফরিন

ঢাকা।


Magazine