উত্তর: ইসলামী শরীআতে ওয়ারিছ হওয়ার কয়েকটি কারণ রয়েছে। যেমন- ১. বংশগত কারণ। আল্লাহ তাআলা বলেন, ‘যারা আত্মীয় তারা পরস্পর অধিকতর নিকটবর্তী’ (আল-আহযাব, ৩৩/৬)। ২. ওয়ালা তথা দাসমুক্ত করার কারণে। ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা থেকে মারফূ সূত্রে বর্ণিত আছে, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ওয়ালার সম্পর্ক বংশগত সম্পর্কের মতোই। সেটাকে বিক্রি করাও যায় না, আবার দান করাও যায় না’ (ইবনু হিব্বান, হা/৪৯৫০; হাকিম, ৪/২৯২-২৯৩)। ৩. বৈবাহিক কারণ। আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের স্ত্রীদের পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক তোমাদের জন্য রয়েছে’ (আন-নিসা, ৪/১২)।
প্রশ্নকারী : আব্দুস সামাদ
রাজশাহী।