কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১): আমার চাচার এক ছেলে, দুই মেয়ে। ছেলেটা প্রচণ্ড নেশাগ্রস্ত এবং ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। তিনি আশঙ্কা করছেন যে, তার মৃত্যুর পরে মেয়েদেরকে সম্পত্তি দেওয়া হবে না। তাই তিনি জীবিত অবস্থায় কি তার মেয়েদেরকে সম্পত্তি বণ্টন করে যেতে পারবেন? দয়া করে উত্তরটি জানাবেন।

উত্তর: শরীআতের বিধান অনুযায়ী মৃত্যুর পর বণ্টন হওয়াই কল্যাণকর। তবে মৃত্যুর আগে বণ্টন করতে চাইলে অংশ হারেই করতে হবে। নু‘মান বিন বাশীরকে কিছু দেওয়া হলে তার বাবাকে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ‘তোমার সব ছেলেকেই কি এ রকম করেছ?’ তিনি বললেন, না। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তবে আল্লাহকে ভয় করো এবং আপন সন্তানদের মাঝে সমতা রক্ষা করো’। অতঃপর তিনি ফিরে গেলেন এবং তার দান ফিরিয়ে নিলেন (ছহীহ বুখারী, হা/২৫৮৭)।

প্রশ্নকারী : মো. রাইহান

ঢাকা।

Magazine