কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮): আমি পনেরো বছরের চুক্তিতে কিছু জমি লিজ নিয়ে আমের বাগান তৈরি করতে চাচ্ছি। আমার প্রশ্ন হলো, এই মেয়াদের ভিত্তিতে জমি লিজ নেওয়া কি শরীআতসম্মত?

উত্তর: হ্যাঁ, অর্থের বিনিময়ে জমি লিজ নেওয়াতে শরীআতে কোনো বাধা নেই। হানযালা রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি রাফ‘ ইবনু  খাদীজ রাযিয়াল্লাহু আনহু-কে বললাম, স্বর্ণ ও রৌপ্য মুদ্রার বিনিময়ে জমি ভাড়া দেওয়া যাবে কি? তিনি বললেন, এতে কোনো আপত্তি নেই (ছহীহ বুখারী, হা/২৩৪৬)। সুতরাং বাজারমূল্য অনুযায়ী অর্থের বিনিময়ে যদি লিজ নেওয়া হয়, তাহলে কোনো সমস্যা নেই।

প্রশ্নকারী : মতিউর রহমান

গোদাগাড়ী, রাজশাহী।

 

Magazine