কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯) : ফরয ছালাতে দুই ব্যক্তি হলে পাশাপাশি দাঁড়ায়।এই দুই ব্যক্তি ফরয ছালাত আদায়েরমাঝে তৃতীয় কোনো ব্যক্তি আসলে কীভাবে দাঁড়াবে? এক পাশাপাশি না-কি ইমামকে সামনেচলে যেতে হবে?

উত্তর : দুই ব্যক্তি পাশাপাশি দাঁড়িয়ে ছালাত আদায়রত অবস্থায় তৃতীয় কোনো ব্যক্তি তাদের সাথে ছালাতে শরীক হতে চায়লে ইমাম তার পাশের ব্যক্তিকে পিছনে ঠেলে দিবে। অতঃপর তারা ইমামের পিছনে দাঁড়িয়ে ছালাত আদায় করবে।

জাবের রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছালাত আদায় করার জন্য দাঁড়ালেন। আমি এসে তাঁর বাম পাশে দাঁড়িয়ে গেলাম। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পেছন দিক দিয়ে আমার ডান হাত ধরলেন। আমাকে ডান পাশে দাঁড় করিয়ে দিলেন। তারপর জাবের ইবনু সাখর আসলেন। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বাম পাশে দাঁড়িয়ে গেলেন। অতঃপর তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুজনের হাত একসাথে ধরে নিজের পেছনে দাঁড় করিয়ে দিলেন। (ছহীহ মুসলিম, হা/৩০১০; মিশকাত, হা/১১০৭) উল্লেখ্য যে, সামনের পূর্ণ কাতার থেকে কোনো মুছল্লিকে টেনে নিয়ে কাতার বদ্ধ হওয়া মর্মে বর্ণিত হাদীছ যঈফ (ত্ববারানী, আল মুজামূল কাবীর, হা/৩৯৪)।

-নাহিদ আলি

চারঘাট, রাজশাহী।


Magazine