উত্তর: প্রথমত সম্ভব হলে টয়লেট ও গোসলখানা আলাদা করা উচিত এবং বাথরুমে ওযূ না করাই উত্তম। কিন্তু বাথরুম ও গোসলখানা যদি একসাথে হয় এবং সেখানে ওযূ করতেই হয়, তাহলে সেখানে ওযূর শুরুতে বিসমিল্লাহ বলাতে সমস্যা নেই। বাহিরে এসে বিসমিল্লাহ বলার প্রয়োজন নেই। উল্লেখ্য যে, বাথরুম অব্যশই পরিষ্কার-পরিচ্ছন্ন হতে হবে। ওযূর শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ঐ ব্যক্তির ছালাত হয় না যে (সঠিকভাবে) ওযূ করে না এবং ঐ ব্যক্তির ওযূ হয় না যে তাতে আল্লাহর নাম নেয় না’ (আবূ দাঊদ, হা/১০১)।
প্রশ্নকারী : মো. সিয়াম হোসেন
গোপালগঞ্জ।