উত্তর : শিক্ষক পিতা-মাতাসহ যেকোনো সম্মানিত ব্যক্তির কদমবুচি করা যাবে না। পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তি ছিলেন মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো ছাহাবী কিংবা তার আদরের কন্যা ফাতেমা রযিয়াল্লাহু আনহা তাঁর এগার জন স্ত্রীর কেউ তাঁর কদমবুচি করেছেন এর কোনো প্রমাণ নেই। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে দাঁড়িয়ে সম্মান করাকে অপছন্দ করতেন। আনাস রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ছাহাবীদের কাছে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চেয়েও প্রিয় কোনো ব্যক্তি ছিল না। কিন্তু তাঁকে দেখেও তারা দাঁড়াতেন না। কেননা, তাঁরা জানতেন যে, তিনি দাঁড়ানো পছন্দ করেন না’ (মিশকাত, হা/৪৬৯৮; তিরমিযী, হা/২৭৫৪; সিলসিলা ছহীহা, হা/৩৫৮)।
প্রশ্নকারী : জহিরুল ইসলাম
বাসাইল, টাঙ্গাইল।