উত্তর: শুক্রবারসহ যে কোনো দিনেই ফজরের দুই রাকআত সুন্নাত ছালাত আদায় করার পরে অন্য নফল ছালাত আদায় করার ব্যাপারে ছহীহ কোনো দলীল নেই। সুতরাং এমন আমল করা যাবে না। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কেউ যদি এমন আমল করে যাতে আমাদের নির্দেশনা নেই, তাহলে সেটি বর্জনীয়’ (ছহীহ মুসলিম, হা/১৭১৮)।
প্রশ্নকারী : সাব্বির রহমান
সিরাজগঞ্জ ।