উত্তর : বিড়ি, সিগারেট, গুল, জর্দা ইত্যাদি হারাম বস্ত্ত। আর হারাম বস্ত্তর ব্যবসাও হারাম। সুতরাং ঐ সকল দোকানের ভাড়া দিয়ে মসজিদের কোন কাজ করা বৈধ হবে না (মায়েদাহ, ২)। উল্লেখ্য যে, মসজিদের উন্নতিকল্পে শর্ত সাপেক্ষে মসজিদের উপরে-নিচে দোকান বা অফিসের জন্য ভাড়া দেওয়াতে শারঈ কোন বাধা নেই। তবে শর্ত হল- ব্যবসা হালাল হতে হবে এবং এসব দোকানের ভাড়ায় প্রাপ্ত সম্পদ মসজিদের নামে ওয়াক্বফ হতে হবে অর্থাৎ ব্যক্তি মালিকানা হতে সম্পূর্ণ মুক্ত হ’তে হবে (ফাতাওয়া ইবনে তায়মিয়াহ, ৩১ খ-; ফাতাওয়া নাযিরিয়া, ১ম খ-, পৃঃ ৩৬৭ ‘মসজিদ’ অধ্যায়)।
-উত্তর রামপুর উন্মুক্ত, ইসলামী পাঠাগার
পত্নীতলা, নওগাঁ।