কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪): কথিত আছে যে, আদম আলাইহিস সালাম-কে আল্লাহ বর্তমান শ্রীলংকার একটি পাহাড়ে নামিয়ে দিয়েছিলেন। সেই পাহাড়ে নাকি এখনো আদম আলাইহিস সালাম-এর পায়ের ছাপ রয়েছে, সেই পাহাড়ের নামই নাকি ‘আদম পাহাড়’?

উত্তর: আদম আলাইহিস সালাম-কে আল্লাহ তাআলা কোথায় নামিয়ে দিয়েছেন, তার ব্যাপারে স্পষ্ট কোনো বর্ণনা নেই। এগুলো মিথ্যা বানোয়াট কথা। শ্রীলংকার ভাষায় ‘শ্রী পাদায়া’ বা পবিত্র পদচিহ্ন নামে পায়ের দৈর্ঘ্য ৫ ফুট ৭ ইঞ্চি এবং চওড়া ৪ ফুট ৭ ইঞ্চির যে প্রচার করা হয় তার কোনো প্রমাণ নেই। এছাড়াও এ ব্যাপারে আরো যা বলা হয় তা ভিত্তিহীন। যেমন- আদম আলাইহিস সালাম প্রথমে ডান পা রাখেন। ১০০ বছর পর্যন্ত শুধু ডান পায়ের ওপর ভর করে দাঁড়িয়েছিলেন। এ ১০০ বছর তিনি বাম পা মাটিতে রাখেননি। এজন্য সেটাকে তীর্থস্থান মনে করা বা সেখানে বিশেষ কোনো ইবাদত করাও বৈধ নয়।

প্রশ্নকারী : মো. বদরুল আলম

বাজিতপুর, কিশোরগঞ্জ।


Magazine