কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২) : ত্বকের রঙ হালকা দেখা যায় এমন পাতলা মোজার উপর মাসাহ করা যাবে কি? আর সেই পাতলা মোজাতে হালকা ছিদ্র থাকলে তখন বিধান কী হবে?

উত্তর : মোজা মোটা হোক বা পাতলা হোক, চামড়ার হোক বা সুতার হোক সেই মোজার ওপর মাসাহ করা জায়েয, সামান্য ছিদ্র হলেও তার ওপর মাসাহ করা জায়েয (মুসনাদ আহমাদ, হা/১৮২৩১; তিরমিযী, হা/৯৯; আবূ দাঊদ, হা/১৫৯; ইবনু মাজাহ, হা/৫৫৯; ফিকহুল সুন্নাহ, মোজা মাসাহ অধ্যায়)।

প্রশ্নকারী : হামিম

মিরপুর, ঢাকা।


Magazine