কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০) : খ্রিষ্টানদের পরিচালিত স্কুলে বিনা খরচে ছেলে-মেয়েদের লেখাপড়া করানো জায়েয হবে কি?

উত্তর: পড়ানো জায়েয হবে না। কেননা এসব প্রতিষ্ঠান সুকৌশলে মানুষকে খ্রিষ্টান বানায়। তাই এমন প্রতিষ্ঠানে সন্তানকে পড়ালে পাপের সহযোগিতা করা হয়। আর পাপ কাজে সহযোগিতা করা হারাম। মহান আল্লাহ বলেন, ‘সৎকাজ ও তাক্বওয়ার ব্যাপারে তোমরা পরস্পরকে সহযোগিতা করো, পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না। আল্লাহকে ভয় করো, আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর’ (আল-মায়েদা, ৫/২)। তাছাড়া বিধর্মীদের প্রভাব তার উপরে পড়তে পারে।

প্রশ্নকারী : আব্দুল্লাহ

মিরপুর, ঢাকা।

Magazine