উত্তর: রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন। জাবির রাযিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে, কবরের উপর বসতে ও তাতে গৃহ নির্মাণ করতে নিষেধ করেছেন (ছহীহ মুসলিম, হা/৯৭০)। শরীআতে নিষিদ্ধ কোনো কাজের মাধ্যমে কাউকে সম্মান দেওয়া হয় না। যেহেতু তিনি কবর পাকা করা পছন্দ করতেন না এবং নিষেধ করতেন সেহেতু তিনি এ পাপের ভাগীদার হবেন না। আল্লাহ বলেন, ‘তোমাদের কেউ কারো পাপের বোঝা বহন করবে না’ (আল-আনআম, ৬/১৬৪)। এ সমস্ত পাপ যথাসম্ভব বর্জন করতে হবে এবং উম্মতকেও সতর্ক করতে হবে। উল্লেখ যে, যারা এ কাজের সাথে যুক্ত তারা সকলেই পাপী হবে।
প্রশ্নকারী : শফীউর রহমান
পবা, রাজশাহী।