কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৩): আমাদের পাড়ায় এক গণ্যমান্য ব্যক্তি আছেন, যাকে পাড়ার সবাই চেনে। সকলে বলে, সে যদি মারা যায়, তবে তার কবরটিকে পাকা করে স্থায়ী করা হবে। তবে সেই ব্যক্তি তার কবর পাকা করা হোক তা পছন্দ করতেন না এবং নিষেধ করতেন। তবুও মানুষ তাকে খুব সম্মান করে তার মৃত্যুর পর কবরটি পাকা করা হয়। এক্ষেত্রে কি তিনি গুনাহগার হবে?

উত্তর: রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন। জাবির রাযিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে, কবরের উপর বসতে ও তাতে গৃহ নির্মাণ করতে নিষেধ করেছেন (ছহীহ মুসলিম, হা/৯৭০)। শরীআতে নিষিদ্ধ কোনো কাজের মাধ্যমে কাউকে সম্মান দেওয়া হয় না। যেহেতু তিনি কবর পাকা করা পছন্দ করতেন না এবং নিষেধ করতেন সেহেতু তিনি এ পাপের ভাগীদার হবেন না। আল্লাহ বলেন, ‘তোমাদের কেউ কারো পাপের বোঝা বহন করবে না’ (আল-আনআম, ৬/১৬৪)। এ সমস্ত পাপ যথাসম্ভব বর্জন করতে হবে এবং উম্মতকেও সতর্ক করতে হবে। উল্লেখ যে, যারা এ কাজের সাথে ‍যুক্ত তারা সকলেই পাপী হবে।

প্রশ্নকারী : শফীউর রহমান

পবা, রাজশাহী।


Magazine