কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৭) : নাবালক শিশু মারা গেলে তাদের রূহ ক্বিয়ামত পর্যন্ত কোথায় থাকবে? কবরে তাদেরকে ক্বিয়ামত পর্যন্ত কিভাবে রাখা হবে?

উত্তর : মানুষ মৃত্যুবরণ করলে তাদের রূহগুলো আলামে বারযাখে অবস্থান করে। তাই নাবালক শিশু মারা গেলেও তাদের রূহ আলামে বারযাখে অবস্থান করবে। তবে তাদেরকে কবরে না রেখে ইবরাহীম আলাইহিস সালাম-এর তত্বাবধায়নে রাখা হবে। সামূরা ইবনু জুনদুব রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ‘… বাগানে যে দীর্ঘাকৃতির লোকটিকে দেখেছিলেন, তিনি ছিলেন ইবরাহীম আলাইহিস সালাম। আর তাঁর চারপাশে যে বালকগুলো ছিল তারা এ সমস্ত শিশু যারা দ্বীনে ফিতরাতের (ইসলামের) উপর মৃত্যুবরণ করেছে’। বর্ণনাকারী বলেন, তখন মুসলিমদের কেউ কেউ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! আর মুশরিকদের সন্তান? জবাবে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তারাও সেখানে’ (ছহীহ বুখারী, হা/৭০৪৭; মিশকাত, হা/৪৬২৫)।

প্রশ্নকারী : রাসেল ইসলাম

পাংশা, রাজবাড়ি।


Magazine