উত্তর: ছালাতে মনোযোগের বিঘ্ন ঘটে এমন কোন কিছুই মুছল্লীর সামনের দিকে রাখা ঠিক নয়। আনাস রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আয়েশা রযিয়াল্লাহু আনহা-এর নিকট একটি বিচিত্র রঙের কাপড় ছিল। তিনি তা ঘরের এক দিকে পর্দা হিসাবে ব্যবহার করছিলেন। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সামনে থেকে তোমার এই পর্দা দূর করো। কারণ ছালাত আদায়ের সময় বারবার এর নকশাগুলো বা ছবিগুলো আমার সামনে ভেসে ওঠে’ (ছহীহ বুখারী, হা/৫৯৫৯)। এই হাদীছ প্রমাণ করে যে, ছালাতে মনোযোগের বিঘ্ন ঘটে এমন কোন কিছুই মুছল্লীর সামনের দিকে রাখা যাবে না।
প্রশ্নকারী : জাহিদুল ইসলাম
ঢাকা।