কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪০) : কোনো বাবা যদি তার ছেলের পরিবারে ৫০ হাজার টাকার ফার্নিচার কিনে দেয় তাহলে কি তার মেয়ের পরিবারে ২৫ হাজার টাকার ফার্নিচার কিনে দেওয়া আবশ্যক?

উত্তর: পিতা ছেলে-মেয়েকে সামাজিক কোনো ক্ষেত্রে অস্থায়ী কোনো সম্পদ দিতে চায়লে মেয়েকে তার অর্ধেক দিতে হবে বা মেয়েকে দিতে চায়লে ছেলেকে তার ডবল দিতে হবে এমনটি জরুরী নয়। তবে স্থায়ী কোনো সম্পদ দিতে চায়লে অবশ্যই মেয়েকে ছেলের অর্ধেক দিতে হবে। নু‘মান ইবনু বাশীর রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা আমাকে নিয়ে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আসলেন এবং বললেন যে, আমি আমার এই পুত্রকে একটি গোলাম দান করেছি। তিনি বললেন, ‘তোমার সকল পুত্রকে এরূপ দান করেছো কি?’ তিনি বললেন, না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তাহলে তা ফিরয়ে নাও’ (বুখারী হা/২৫৮৬-৮৭; মুসলিম, হা/১৬২৩; মিশকাত, হা/৩০১৯, ‘‍উপহার ও হেবা’ অনুচ্ছেদ)।


প্রশ্নকারী : খসরুল আলম

মাগুরা।


Magazine