কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৩): ক্লান্তি, সফর বা কোনো ব্যস্ততার কারণে যদি কোনো দিনের তারাবীহ পড়া না হয়, তাহলে কি গুনাহ হবে এবং ঐ দিনের তারাবীহ এর ছালাত কি পরে কাযা পড়তে হবে?

উত্তর: রামাযানে নেকীর একটি বড় মাধ্যম হলো ছালাতুল লায়ল বা তারাবীহ। কারণবশত তারাবীহ না পড়লে গুনাহগার হবে না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‍দুই বা তিনদিন তারাবীহ পড়ার পর তৃতীয় কিংবা চতুর্থ রাতে লোকজন সমবেত হলেন, কিন্তু আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন না। তিনি তারাবীহ ফরয হওয়ার আশঙ্কায় সেদিন বের হননি (ছহীহ বুখারী, হা/১১২৯)। তবে বিনা কারণে তারাবীহ ছেড়ে দেওয়া উচিত নয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি রামাযানে ঈমানের সাথে ছওয়াব লাভের আশায় তারাবীহর ছালাত আদায় করবে তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে’ (ছহীহ বুখারী, হা/২০০৯)। পরবর্তীতে এর কাযা আদায় করতে পারে।

প্রশ্নকারী : জসীম উদ্দীন

স্টেশন বাজার, রাজশাহী বিশ্ববিদ্যালয়।


Magazine