উত্তর : শরীআতসম্মত কারণ ব্যতীত পুরাতন মসজিদ থেকে আলাদা হয়ে পৃথক কোনো মসজিদ নির্মাণ করা জায়েয নয়। কারণ এতে মুসলিমদের মাঝে ঐক্য নষ্ট হয়ে বিচ্ছিন্নতা ও শত্রুতার সূত্রপাত ঘটে। আর আল্লাহ পরস্পর বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন। মহান আল্লাহ বলেন, ‘আর তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো। পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যেয়ো না’ (আলে ইমরান, ৩/১০৩)। কুফরীকে প্রতিষ্ঠিত করা, মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করা এবং ইসলাম বিদ্বেষীদের সুযোগ দেওয়ার হীন উদ্দেশ্যে মুনাফিক্বরা মদীনায় একটি মসজিদ নির্মাণ করলে আল্লাহ তাআলা তার রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে উক্ত মসজিদে ছালাত আদায় করতে নিষেধ করে দেন (তওবা, ৯/১০৭-১০৮)। সুতরাং কোন্দল করে পরে যেই মসজিদটি তৈরি করেছে তাতে ছালাত আদায় করা যাবে না। বরং সেই মসজিদ ভেঙ্গে ফেলে আবার সকলকে একই মসজিদে ছালাত আদায় করতে হবে।
প্রশ্নকারী : মাজিদুল ইসলাম
ভারত।