কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২) : আমাদের গ্রামে ‍মুছল্লীদের মাঝে কোন্দল হওয়ার কারণে কিছু মুছল্লী ১০০ বা ২০০ মিটার দূরে ওয়াক্বফ করা সম্পত্তির উপর আরেকটি জামে মসজিদ তৈরি করে এবং তারা সেখানে জুমআ আরম্ভ করেছে। এমনটি করা কি শরীআতসম্মত হয়েছে?

উত্তর : শরীআতসম্মত কারণ ব্যতীত পুরাতন মসজিদ থেকে আলাদা হয়ে পৃথক কোনো মসজিদ নির্মাণ করা জায়েয নয়। কারণ এতে মুসলিমদের মাঝে ঐক্য নষ্ট হয়ে বিচ্ছিন্নতা ও শত্রুতার সূত্রপাত ঘটে। আর আল্লাহ পরস্পর বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন। মহান আল্লাহ বলেন, ‘আর তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো। পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যেয়ো না’ (আলে ইমরান, ৩/১০৩)। কুফরীকে প্রতিষ্ঠিত করা, মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করা এবং ইসলাম বিদ্বেষীদের সুযোগ দেওয়ার হীন উদ্দেশ্যে মুনাফিক্বরা মদীনায় একটি মসজিদ নির্মাণ করলে আল্লাহ তাআলা তার রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে উক্ত মসজিদে ছালাত আদায় করতে নিষেধ করে দেন (তওবা, ৯/১০৭-১০৮)। সুতরাং কোন্দল করে পরে যেই মসজিদটি তৈরি করেছে তাতে ছালাত আদায় করা যাবে না। বরং সেই মসজিদ ভেঙ্গে ফেলে আবার সকলকে একই মসজিদে ছালাত আদায় করতে হবে।

প্রশ্নকারী : মাজিদুল ইসলাম

ভারত।


Magazine