উত্তর: ‘মুহাম্মাদ’ নামে নাম রাখা যায় এবং কোনো ব্যক্তির এ নাম রাখা হলে নাম তাকে ‘মুহাম্মাদ’ বলেই ডাকতে হবে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমরা আমার নামে নাম রেখো, কিন্তু আমার উপনাম গ্রহণ করো না’ (ছহীহ বুখারী, হা/৩৫৩৮)। তবে তার নাম বলার পর ছাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম বলা যাবে না। কেননা তা কেবল রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্যই নির্ধারিত। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরাও নবীর উপর দরূদ পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও’ (আল-আহযাব, ৩৩/৫৬)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘ঐ ব্যক্তির নাক ধূলিমলিন হোক, যার কাছে আমার উল্লেখ করা হলো; অথচ আমার উপর দরূদ পাঠ করল না (অর্থাৎ ছাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম বলল না)’ (তিরমিযী, হা/৩৫৪৫)। ইবনে উমার h থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান’ (আবূ দাঊদ, হা/৪৯৪৯)।
প্রশ্নকারী : ইউসুফ
গাজীপুর।