উত্তর : গরু, ছাগল ও মহিষের চিকিৎসা করাতে শরীআতে কোনো বাধা নেই। কেননা দুনিয়াবী লেনদেনের ক্ষেত্রে আসল হলো তা হালাল, যতক্ষণ না হারাম হওয়ার কোনো দলীল পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন, ‘তিনিই যমীনে যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তারপর তিনি আসমানের প্রতি মনোনিবেশ করে সেটাকে সাত আসমানে বিন্যস্ত করেছেন আর তিনি সবকিছু সম্পর্কে সবিশেষ অবগত’ (আল-বাকারা, ২/২৯)। আর এসব পশুর কৃত্তিম প্রজনন করিয়ে অর্থ উপার্জন করাতেও শরীআতে কোনো বাধা নেই। কেননা যেসব পশুর গোশত খাওয়া হালাল, সেগুলোর বীর্যও পবিত্র ও সেগুলো দিয়ে উপকৃত হওয়া যাবে এবং সেগুলো বিক্রি করাও জায়েয।
প্রশ্নকারী : মোজাম্মেল হোসেন
রাজশাহী।