কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩১): ওয়ারিশ হিসেবে স্ত্রীর সম্পত্তির কত অংশ স্বামী পাবে?

উত্তর: স্ত্রীর যদি কোনো সন্তান থাকে, তাহলে তার পরিত্যক্ত সম্পদের চার ভাগের একভাগ স্বামী পাবে। আর যদি স্ত্রীর কোনো সন্তান না থাকে, তাহলে স্ত্রীর সম্পদের অর্ধেক স্বামী পাবে (আন-নিসা, ৪/১২)।

প্রশ্নকারী : আনোয়ার হোসেন

কাশিমপুর, গাজীপুর।


Magazine