কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩) : সাহারীর সময় মানুষকে জাগানোর জন্য মাইকে আযান দেওয়া, গজল গাওয়া, কুরআন তেলাওয়াত করা, বক্তব্য দেওয়া ও সাইরেন বাজানো যাবে কি?

উত্তর : সাহারীর সময় মানুষকে জাগানোর জন্য আযান দেওয়া সুন্নাত। আব্দুল্লাহ ইবনু উমার রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘বিলাল রযিয়াল্লাহু আনহু রাত থাকতেই আযান দেয়। কাজেই ইবনু উম্মু মাকতূম রযিয়াল্লাহু আনহু আযান না দেওয়া পর্যন্ত তোমরা খাও এবং পান করো’। আব্দুল্লাহ রযিয়াল্লাহু আনহু বলেন, ইবনু উম্মু মাকতূম রযিয়াল্লাহু আনহু ছিলেন অন্ধ। যতক্ষণ না তাঁকে বলে দেওয়া হতো যে, ‘ভোর হয়েছে, ভোর হয়েছে’ ততক্ষণ পর্যন্ত তিনি আযান দিতেন না (ছহীহ বুখারী, হা/৬১৭, ছহীহ মুসলিম, হা/১০৯২)। আযান দেওয়া ব্যতীত গজল গাওয়া, কুরআন তেলাওয়াত করা, বক্তব্য এবং সাইরেন বাজানো এগুলোর কোনটিই শরীয়ত কর্তৃক অনুমোদিত নয়, বরং এগুলো বিদআত। সুতরাং এগুলো থেকে দূরে থাকতে হবে।

প্রশ্নকারী  :  আব্দুল্লাহ, চট্টগ্রাম।



Magazine