উত্তর: যেকোনো অবস্থায় তালাক দিলে তালাক হয়ে যায়। এর জন্য নির্ধারিত কোনো সময়সীমা নেই। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তিনটি বিষয় এমন রয়েছে, যার দৃঢ় ইচ্ছাও চূড়ান্ত। আবার হাসি-তামাশাও চূড়ান্ত। বিবাহ, তালাক ও রজ্আত তথা তালাক প্রত্যাহার’ (ইবনু মাজাহ, হা/২০৩৯, হাদীছ হাসান)। তাই মাসিক, গর্ভবতী কিংবা যেকোনো অবস্থাতে তালাক দিলে তালাক হয়ে যাবে।
প্রশ্নকারী : আব্দুল্লাহ
কুমিল্লা।